ফ্রি-তে উদ্বোধনী ম্যাচ দেখবে ৪০ হাজার নারী

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গত আসরের রানার্সআপ দল নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩০ হাজারের মতো হলেও সম্পূর্ণ টিকিট বিক্রি হয়নি। ফলে স্টেডিয়াম খালি পড়ে থাকার শঙ্কা ছিল। সেটা অবশ্য হচ্ছে না। ৪০ হাজার নারী দর্শককে ফ্রিতে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে দেশটির রাজনৈতিক দল বিজেপি।

স্টেডিয়ামের স্ট্যান্ডগুলো পূরণ করতে এরইমধ্যে শহরের ওয়ার্ড স্তরে মহিলাদের সংগঠিত করে ফ্রিতে টিকিট বিতরণ করেছে স্থানীয় কর্মকর্তারা। সেই সঙ্গে তাদের আকর্ষণ করতে ফ্রিতে মাঠে চা ও দুপুরের খাবারের ব্যবস্থা করছে কর্মকর্তারা। যার জন্য টিকিটের সঙ্গে বিনামূল্যে ভাউচারও নিশ্চিত করেছে তারা।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি সহ-সভাপতি ললিত ওয়াধওয়ান বলেন, ‘টিকিট বিতরণ করা হয়েছে, এবং আমাদের স্বেচ্ছাসেবকদের নাম পাঠাতে বলা হয়েছে। দেখুন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বিলও পাশ হয়েছে। কাজেই এই মহিলারা নিজেরাই স্টেডিয়ামে যাবেন এবং চা ও খাবারের জন্য কুপনও পাবেন।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নারী দর্শকদের উপস্থিতি নিয়ে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র সদস্য বলেন, ‘অন্যান্যরা স্কুলছাত্রীদের খেলা দেখার জন্য আমন্ত্রণ জানায় কারণ এটি স্টেডিয়ামকে পূর্ণ করে এবং একটি উৎসব মেজাজ তৈরি করে। আর এখানে একমাত্র পার্থক্য হল মহিলা দর্শক থাকবে।’