অবসরের ঘোষণা দিলেন স্টিভেন ফিন

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টিভেন ফিন। ছবি : সংগৃহীত

স্টিভেন ফিন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার স্টিভেন ফিন ১৮ বছরের ক্যারিয়ার শেষে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ডানহাতি বোলার ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৬টি টেস্টে ১২৫ উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

২০০৫ সালের জুন মাসে মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। কিন্তু, হাঁটুর ইনজুরির কারণে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে তাকে দেখা যায়নি।

ইংল্যান্ডের হয়ে ফিন ৬৯টি ওডিআই এবং ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। তিনি ২০২২ সালে সাসেক্সে চলে যান। তিনি ৫৭০টি প্রথম শ্রেণীর উইকেট নিয়ে অবসরে যান।

অবসরের বিষয়ে ফিন বলেন, ‘আমি গত ১২ মাস ধরে আমার শরীরের সঙ্গে যুদ্ধ করছি এবং শেষমেষ পরাজয় স্বীকার করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বোধ করি যে, আমি ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে আত্মপ্রকাশ করার পর থেকে আমার পেশা হিসাবে ক্রিকেট খেলতে পেরেছি। যাত্রাটি সবক্ষেত্রে মসৃণ ছিল না, কিন্তু তবুও আমি এটি পছন্দ করেছি। আমি ইংল্যান্ড, মিডলসেক্স এবং সাসেক্সের সঙ্গে কিছু আশ্চর্যজনক স্মৃতি নিয়ে অবসর নিচ্ছি।’

৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফিন প্রথম কাউন্টি ক্রিকেট খেলেন ১৬ বছর বয়সে।

২০১০ সালের মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ফিনের অভিষেক হয়। ওই টেস্টে ২-০ ব্যবধানে সিরিজ জেতে ইংল্যান্ড। ফিন দুটি টেস্টে চার উইকেট নেন।

একই গ্রীষ্মে তিনি ছয়টি হোম টেস্ট খেলেন এবং ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ম্যাচে প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

ফিনের টেস্ট ক্যারিয়ার সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিযোগিতার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ২০১০-১১ সফরে ব্রিসবেনে প্রথম টেস্টে অ্যাশেজ অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন এবং অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ইনিংস জয়ে অবদান রেখেছিলেন।

ফিনের শেষ টেস্টটি ছিল বাংলাদেশে ২০১৬ সালের অক্টোবরে।