২-৩ দিনের মধ্যে জানা যাবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড সভা করেছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি দল নেতার নাম।

এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, ২-৩ দিনের মধ্যে জানানো হবে কে হচ্ছেন অধিনায়ক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান জালাল ইউনুস।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে। তবে নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।

তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে সোমবার বিসিবির এই জরুরি বৈঠক সম্পর্কে জানানো হয়। এই বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডা-ই হচ্ছে ওয়ানডে দলের অধিনায়কত্ব। এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে, আজ এই বিষয়ের মিমাংসা হওয়ার কথা রয়েছিল।