সাকিব চাইলে বিপিএলের সিইওর দায়িত্ব নিতে পারে: শেখ সোহেল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ৪ জানুয়ারি এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০কে যা তা টুর্নামেন্ট বলে মন্তব্য করেন দেশসেরা তারকা সাকিব আল হাসান।

এসময় তিনি বলেন, আমাকে আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ম্যাক্সিমাম। দুই মাসও লাগবে না।

বিজ্ঞাপন

সাকিবের এমন বক্তব্য নিয়ে জানতে চাওয়া হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল কাছে। বিপিএলের প্রধানের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি সাকিব চান তবে তাকে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সিইও বানানো হবে কি?

এর জবাবে শেখ সোহেল বলেন, সাকিবকে সিইও হতে চাওয়ার জন্য ধন্যবাদ । সাকিব চাইলে সামনের মৌসুম থেকে বিপিএলের সিইও হতে পারেন।

শেখ সোহেল বলেন, আমি সাকিবকে ধন্যবাদ জানাই। সে বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, যেটা সে তার দৃষ্টি থেকে বলেছে। আমরা গভর্নিং বডি থেকে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। সে সামনের বছর থেকে এসে সিইওর দায়িত্ব পালন করুক।

আমাদেরকে বিপিএল পরিচালনা করতে সাহায্য করুক। আমরা ওকে এখন থেকেই স্বাগত জানাতে প্রস্তুত। এখন যেহেতু সে খেলা চলছে, আমাদের তাকে প্লেয়ার হিসেবেই দেখতে হবে। এখন তো সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে সামনের বছর চলে আসুক।