ফিল্ডিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে রঙিন পোশাকে সিরিজ জয়ের পর এবার সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে টস ভাগ্য সহায় হয়নি সাকিব আল হাসানের। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

চোট শঙ্কা কাটিয়ে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

পেস বোলিংয়ে ইবাদত হোসেনের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: শুভমান গিল, কেএল রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।