যে লাল কার্ডেও আনন্দ ভিনসেন্ট আবুবাকারের

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যে লাল কার্ডেও আনন্দ ভিনসেন্ট আবুবাকারের

যে লাল কার্ডেও আনন্দ ভিনসেন্ট আবুবাকারের

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে আরেক অঘটনের জন্ম দিয়েছে ক্যামেরুন। ক্যামেরুনের এই জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কোন আফ্রিকান দেশের প্রথম। ক্যামেরুন ম্যাচ জিতেছে ১-০ গোলে। গোলদাতা ভিনসেন্ট আবুবাকার।

এই হার যেমন ব্রাজিলের নকআউট পর্বের প্রথম ধাপে উত্তরণ বাধাগ্রস্ত করতে পারেনি, তেমনি ক্যামেরুনও যেতে পারেনি নকআউট পর্বে। তবে এটা ঐতিহাসিক অর্জন তাদের নিঃসন্দেহে।

বিজ্ঞাপন

আফ্রিকার দেশ ক্যামেরুন বিশ্বকাপে এবার নিয়ে ৮ বার অংশগ্রহণ করেছে। সর্বোচ্চ অর্জন কোয়ার্টার ফাইনালে। ১৯৯০ বিশ্বকাপে তারা নিজেদের প্রথম ম্যাচে ফ্রঁসোয়া ওমাম-বিয়িকের গোলে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়েছিল ১-০ গোলে। হারিয়েছিল তারা রোমানিয়া এবং পরের পর্বে কলম্বিয়াকে। এরপর কোয়ার্টার ফাইনালে তারা হার মানে ইংল্যান্ডের কাছে।

এই আটবারের মধ্যে আগের সাতবারের অংশগ্রহণে মাত্র ৪টি ম্যাচ জিতেছিল ক্যামেরুন। আর্জেন্টিনা, রোমানিয়া, কলম্বিয়া ও সৌদি আরব ছিল কেবল এই তালিকায়। এবারের কাতার বিশ্বকাপে এবার যুক্ত হয়েছে ব্রাজিল।

শুক্রবার (২ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়াম সাক্ষী হয়েছে এই ইতিহাসের। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে ডান দিক থেকে বক্সে ক্রস বাড়ান জেরোম এনগুম। ডি-বক্সে ভেসে আসা বলে দুরন্ত হেডে বল জালে পাঠান ভিনসেন্ট আবুবাকার।

ইতিহাস সৃষ্টি করা এই গোলের পর উল্লাসে ভাসেন আবুবাকার। উচ্ছ্বাস প্রকাশে জার্সি খুলে উদযাপন করেন। ফিফার নিয়ম অনুযায়ী জার্সি খুলে উদযাপন নিয়মবিরুদ্ধ বলে হলুদ কার্ড দেখতে হয়। ম্যাচে আগে আরেকটা হলুদ কার্ড পাওয়ায় দুই হলুদ কার্ড মিলিয়ে এরপর লাল কার্ড দেখতে হয় তাকে। রেফারি কার্ড দেখাতে এসে প্রথমে পিঠ চাপড়ে দেন আবুবাকারের, এরপর হাত মেলান তার সঙ্গে। তারপর লাল কার্ড দেখালে হাসিমুখে সেই লাল কার্ডও উদযাপন করেন এই ফুটবলার।

এই ম্যাচের আগে ফিফা বিশ্বকাপে মাত্র দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্যামেরুন। দুটি ম্যাচেই জয় ছিল ব্রাজিলের। ১৯৯৪ সালে ৩-০ ব্যবধানে এবং ২০১৪ সালে ৪-১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা। তবে সবমিলিয়ে ছয়বার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিল জিতেছে পাঁচবার। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন কাপে একমাত্র জয়টি আসে ক্যামেরুনের।

এবারের বিশ্বকাপে ব্রাজিল প্রথম হারের মুখ দেখল তখন যখন আগের দুই ম্যাচ জিতেই নিশ্চিত করেছিল শেষ ষোলো। সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া সেই জয়ের পর ক্যামেরুনের বিপক্ষে আগের ম্যাচের মাত্র দুইজনকে রেখে নয়জনকে বদল করে দল নামিয়েছিলেন কোচ তিতে। কিন্তু আফ্রিকান অদম্য সিংহ ক্যামেরুন বিশেষ করে ভিনসেন্ট আবুবাকারের গোলে এবারের একমাত্র হার দেখতে হয় তাদের। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচের আগে এবারের বিশ্বকাপে কোনো শট অন টার্গেটের মুখোমুখি হয়নি ব্রাজিল।

সেলেসাওদের এই হারে গত বছরের কোপা আমেরিকার ফাইনালে হারের পর যে অপরাজেয় যাত্রার শুরু হয়েছিল তাতে ছেদ পড়ল ১৭ ম্যাচ পর।

ক্যামেরুনের গোলদাতা ভিনসেন্ট আবুবাকার কাতারে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলছেন। সৌদি প্রো-লিগের দল আল নাসেরের এই স্ট্রাইকার এরআগে খেলেছেন বেসিকতাস ও পোর্তোর মতো ক্লাবে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ৩৭ গোল করেছেন এই স্ট্রাইকার।