রোহিত-কোহলিরা এখন ঢাকায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফুল দিয়ে বরণ করে নেয়া হয় কোহলিদের

ফুল দিয়ে বরণ করে নেয়া হয় কোহলিদের

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার ঢাকায় পা রেখেছে ভারতীয় ক্রিকেটাররা। সন্ধ্যা ৭টা দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্যাপ্টেন রোহিত শর্মার দল। 

২০১৫ সালে এর আগে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। দীর্ঘ ৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ফের বাংলাদেশে এলেন কোচ রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

বিজ্ঞাপন

প্রথম বহরে রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে বাংলাদেশে এসেছেন ১১ খেলোয়াড়।

২০১৫ সালে সবশেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে খুইয়ে ছিল তৎকালীন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দল। তবে একমাত্র টেস্ট ম্যাচ রয়ে যায় অমীমাংসিত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। টেস্ট দুটি শুরু হবে ১৪ ও ২২ ডিসেম্বর।

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।