সুযোগ নাই কানাডার, মরক্কোর সামনে শেষ ষোলো

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে মরক্কো ও কানাডা। প্রথম দুই ম্যাচ হারা কানাডার জন্যে ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হলেও মরক্কো জন্যে অন্য হিসাবের, শেষ ষোলোতে উন্নীত হওয়ার সম্ভাবনার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্রোয়েশিয়া। মরক্কো আছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্টও ৪। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম। চারে থাকা কানাডার পয়েন্ট শূন্য।

কানাডার বিপক্ষে মরক্কো জিতে গেলে কোন হিসাবেরই দরকার পড়বে না। আবার হার এড়ালেও শেষ ষোলোয় উঠবে তারা।

আবার হারলেও সম্ভাবনা থাকবে মরক্কোর; তবে অবশ্যই অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার জিততে হবে। মরক্কো ২ বা তার কম গোলের ব্যবধানে হারলে এবং অন্য ম্যাচ ড্র হলেও পরের ধাপে উঠবে আফ্রিকার দলটি।

এবারের বিশ্বকাপে মরক্কো ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দেয়। অন্যদিকে, কানাডা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে যায়।

মরক্কো বিশ্বকাপের এবারের আসর নিয়ে ছয়বার অংশ নিয়েছে। আগের পাঁচবারের অংশগ্রহণে একবারই মাত্র তারা নকআউট পর্বে ওঠেছিল। ১৯৮৬ বিশ্বকাপে মরক্কো প্রথম কোন আফ্রিকান দেশ হিসেবে গ্রুপ পর্ব পেরিয়েছিল।

বিশ্বকাপে মরক্কো ও কানাডা পরস্পরের মুখোমুখি হয়নি। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দল দুটি তিনবার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে ২টি ম্যাচ জিতেছিল মরক্কো, অন্যটি ড্র।