১৩৮ করলেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তান-ইংল্যান্ড ক্রিকেট লড়াই

পাকিস্তান-ইংল্যান্ড ক্রিকেট লড়াই

লড়াইটা শিরোপা ছিনিয়ে নেয়ার। কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ে ফাইনালের সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল না। স্যাম কারানদের সামনে দাঁড়াতেই বেগ পেতে হলো তাদের। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি গড়েছে ক্যাপ্টেন বাবর আজমের দল।

পাকিস্তানের হয়ে শান মাসুদ করেন ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান। আর বাবর আজম এনে দেন ৩২ রান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ১৫ রানের সঙ্গে দলীয় স্কোরে শাদাব খান যোগ করেন ২০ রান।

বিজ্ঞাপন

মেলবোর্নে ইংল্যান্ডের হয়ে স্যাম কারান একাই শিকার করেন ৩ উইকেট। দুটি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন বেন স্টোকস ও ক্রিস জর্ডান।