২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে যৌথভাবে আয়োজিত হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে আয়োজক দুদলের সঙ্গে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ।

সরাসরি সুপার টুয়েলভের টিকিট পাবে বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে নয়। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের নবম ও দশম স্থানে থাকায় এই কোটায় সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া আসরের সুপার টুয়েলভের দুই গ্রুপের সেরা চার দল সব মিলিয়ে শীর্ষ ৮ দল খেলবে সামনের আসরের মূল পর্বে খেলবে সরাসরি। সুপার টুয়েলভের দুই গ্রুপের শীর্ষ চার দল- ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সরাসরি যাচ্ছে বিশ্বকাপে। বাংলাদেশ এ হিসেবে যাচ্ছে না। কারণ টাইগাররা আসর শেষ করেছে গ্রুপ 'টু'তে পঞ্চম হয়ে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়বে দল। প্রথমবারের মতো সেই অংশ নেবে ২০টি দল। সরাসরি মূলপর্বে খেলবে ১২টি দল। বাকি ৮টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।