আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার সাকিব
পাকিস্তানের বিপক্ষে বিতর্কিত এলবিডব্লিউ'র শিকার হন সাকিব আল হাসান। কিন্তু ব্যাপারটা কিছুতেই মানতে পারেননি।
একাদশ ওভারে মাঠে নামেন সাকিব। শাদাব খানের ওই ওভারের নিজের প্রথম বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি টাইগার অধিনায়ক। বল আলতোভাবে ছুঁয়ে যায় ব্যাটেল কোণা। আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার।
সাকিব আল হাসান রিভিউ নিতে একটুও সময় নেননি। বিশ্বসেরা এ অলরাউন্ডার নিশ্চিত ছিলেন বল ব্যাটে লেগেছে। রিভিউয়েও সেটাই দেখা গেল। কিন্তু সবাইকে অবাক করে থার্ড আম্পায়ার বহাল রাখেন আউটের সিদ্ধান্ত!
প্রথম রিপ্লেতেই আল্ট্রা এজ-এ ধরা পড়ে, বল ছুঁয়েছে ব্যাটে। সাকিব ক্রিজে গিয়ে স্টান্স নিতে যান। পাকিস্তানের ক্রিকেটাররা স্ব স্ব ফিল্ডিং পজিশনে যেতে শুরু করেন। কিন্তু টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুজেরে ধরে নেন, আল্ট্রা এজ-এ যা ধরা পড়েছে, ওটা আসলে পিচে সাকিবের ব্যাট লাগার কারণে। বল তার ব্যাটে লাগেনি। ব্যাট স্পর্শ করেছে ক্রিজে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো।
আম্পায়ারের আঙুল তোলা দেখে সাকিব কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান। দু হাত বাড়িয়ে বিস্ময় প্রকাশ করেন। ক্রিজে তিনি দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। উইকেট ছাড়তেই চাচ্ছিলেন না। পরে মাঠের আম্পায়ারদের কাছে গিয়ে কিছু জানতে চান। এক পর্যায়ে মাঠ তো ছাড়তেই হয়।
আম্পায়ারের আঙুল তোলা দেখে সাকিব হতবাক হয়ে পড়েন। বিস্ময় প্রকাশ করে ক্রিজে দাঁড়িয়ে পড়েন। উইকেট ছাড়তেই চাচ্ছিলেন না। পরে মাঠের আম্পায়ারদের কাছে গিয়ে কিছু জানতে চান। এক পর্যায়ে আম্পায়ার বুঝিয়ে তাকে সাজঘরে পাঠিয়ে দেন।