বিতর্কে কোহলির ফেক থ্রো

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-ভারত ক্রিকেট লড়াই

বাংলাদেশ-ভারত ক্রিকেট লড়াই

ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ফেক থ্রো করেছিলেন বিরাট কোহলি। এজন্য পেনাল্টি হিসেবে ৫ পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের আম্পায়াররা টাইগারদের প্রাপ্য রান থেকে বঞ্চিত করেন। এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ শেষ পর্যন্ত ৫ হের যাওয়ায় আক্ষেপটা একটু বেশি হচ্ছে ক্রিকেট অনুরাগীদের। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে প্রমাণ মেলে ফেক ফিল্ডিংয়ের। আকসার প্যাটেলের করা ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে এমনটা ঘটান কোহলি। বাউন্ডারির কাছ থেকে আর্শদীপ সিংয়ের থ্রোয়ে বল কোহলির প্রথম পাশ দিয়ে চলে আসে উইকেটরক্ষক দিনেশ কার্তিকের গ্লাভসে। কিন্তু বিরাট কোহলি বল ধরার ভান করে ফেক থ্রো করেন। 

বিজ্ঞাপন

পেনাল্টি রান না দেয়ার অভিযোগ করেন নুরুল হাসান সোহান। খেলা চলাকালে আম্পায়ার মারাইস এরাসমাসের কাছে অভিযোগ করেন। পরে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও ক্যাপ্টেন সাকিব আম্পায়ারদের কাছে ফেক থ্রোর কথা জানান। কিন্তু ব্যাপারটা আম্পায়ারদের চোখ এড়িয়ে যাওয়ায় বাড়তি পাঁচ রান মিলেনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান সুযোগ পেলে উপযুক্ত জায়গায় (আইসিসি'র বৈঠকে) ফেক থ্রোর বিষয়টি উপস্থাপন করা হবে, 'কিছু হলেই যে বোর্ড থেকে আলাপ করা হবে, ব্যাপারটা এত সহজ না। এটা তো স্কুল না যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন প্রপার ফোরামে গিয়ে কথা বলতে পারি, এটা মাথায় আছে।'