দ. আফ্রিকা শীর্ষে উঠায় তিনে নামল টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দক্ষিণ আফ্রিকায় ধরাশায়ী ভারত

দক্ষিণ আফ্রিকায় ধরাশায়ী ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে ভারকে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে প্রোটিয়ারা। 

পার্থ স্টেডিয়ামে ভারতের (১৩৩/৯) ছুঁড়ে দেয়া ১৩৪ রানের লক্ষ্য আফ্রিকান দলটি (১৩৭/৫) পেরিয়ে যায় ২ বল বাকি থাকতে।

বিজ্ঞাপন

জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের গ্রুপ 'টু'তে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল বাংলাদেশ। দিনের শেষ ম্যাচে ভারত জিতলে জায়গাটা অক্ষুন্নও থাকতো সাকিবদের। দক্ষিণ আফ্রিকা জিতে এখন সবার ওপরে রয়েছে। শীর্ষে থাকা ভারত নেমে গেছে দুইয়ে। আর টাইগাররা নেমে এসেছে তিনে।

ফলে লাল-সবুজের প্রতিনিধিদের সেমি-ফাইনালের স্বপ্ন এখন অনেকটাই ফিকে। শেষ চারে খেলতে হলে ভারত ও পাকিস্তানকে হারানোর মতো টাইগারদের অসাধ্যকে সাধ্য করতে হবে। 

৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন দক্ষিণ আফ্রিকা। সমান ৪ পয়েন্ট করে থাকলেও রান রেটে এগিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। টেবিলের তিনে আছে সাকিব আল হাসানের বাহিনী।