জয়ে শুরু টাইগারদের সুপার টুয়েলভ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদের উইকেট উদযাপন

তাসকিন আহমেদের উইকেট উদযাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতেই কুড়ি ওভারের বৈশ্বিক আসরে জয় খরা কেটেছে টাইগারদের। দীর্ঘ ১৫ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেল দেশের ছেলেরা।

টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড মানে সুপার এইট বা সুপার টেন বা সুপার টুয়েলভে এই প্রথম জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস লিখেছে সাকিবের বিগ্রেড।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের ব্যাটিংর শুরুটা ভালো ছিল না মোটেই। শুরুতেই পেস ঝড় আঘাত হানেন ম্যাচসেরা তাসকিন আহমেদ। দলীয় ১৫ রানে ডাচরা হারিয়ে ফেলে ৪ উইকেট। কলিন অ্যাকারম্যান ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেও জয় এনে দিতে পারেনি। জয়ের খুব কাছে এসে হেরে গেছে তারা।

পল ভ্যান মিকেরেন ২৪ রান যোগ করেন দলীয় স্কোরে। ১৬ রান আসে ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানরা থেকে যান সিঙ্গেল ডিজিটে। সবকটি ১৩৫ রানে গুটিয়ে যায় ইউরোপের দলটি।

পেসার তাসকিন আহমেদ একাই শিকার করেন ৪ উইকেট। এজন্য খরচ করেন ২৫ রান। দুটি উইকেট নেন হাসান মাহমুদ। একটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তবে পেয়ে যায় লড়াই করার পুঁজি। ১৪৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। জয়ের জন্য এই স্কোরটাই যথেষ্ট হয়ে যায় তাসকিনদের দুরন্ত বোলিংয়ে। 

ব্যাট হাতে ঝলক দেখালেন আফিফ হোসেন। তবে পাননি ফিফটির দেখা। ৩৮ রানে রান নিয়ে সাজঘরে ফেরেন তরুণ এ অলরাউন্ডার।

ওপেনার নাজমুল হোসেন শান্ত এনে দেন ২৫ রান। সৌম্য সরকার ১৪, নুরুল হাসান সোহান ১৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৬ রানে অপরাজিত থেকে যান। তাতেই ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

ডাচদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বাস ডি লিড ও পল ভ্যান মিকেরেন। ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, শরিজ আহমেদ ও লোগান ভ্যান বিক একটি করে উইকেট নেন।