টাইগারদের পুঁজি ১৪৪ রান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আফিফ হোসেন

আফিফ হোসেন

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। ১৪৪ রানেই থেমে গেছে টাইগারদের ব্যাটিং লড়াই। 
ব্যাট হাতে ঝলক দেখালেন আফিফ হোসেন। তবে পাননি ফিফটির দেখা। ৩৮ রানে রান নিয়ে সাজঘরে ফেরেন তরুণ এ অলরাউন্ডার।
ওপেনার নাজমুল হোসেন শান্ত এনে দেন ২৫ রান। সৌম্য সরকার ১৪, নুরুল হাসান সোহান ১৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২০* রানে অপরাজিত থেকে যান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।
ডাচদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বাস ডি লিড ও পল ভ্যান মিকেরেন। ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, শরিজ আহমেদ ও লোগান ভ্যান বিক একটি করে উইকেট নেন।