বিশ্বকাপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের ক্রিকেটাররা

জিম্বাবুয়ের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ লড়বে পাঁচ দলের বিপক্ষে। তাদের তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা আগেই নিশ্চিত ছিল।

পরে তাদের সঙ্গে যোগ দেয় নেদারল্যান্ডস। ডাচরা টাইগারদের চতুর্থ প্রতিপক্ষ। বাকি প্রতিদ্বন্দ্বী আজ ঠিক হয়ে গেল। বাংলাদেশ লড়াই করবে জিম্বাবুয়ের বিপক্ষেও।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে জিম্বাবুয়ে। আফ্রিকান দলটির জয়টা এসেছে ৯ বল হাতে রেখে। তারা খেলবে বাংলাদেশের গ্রুপে। 

শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি গড়ে স্কটল্যান্ড। ৫৪ রানের ইনিংস উপহার দেন জর্জ মুনশি। ২৫ রান নিয়ে সাজঘরে ফিরে যান ক্যালাম ম্যাকলেওড।

লক্ষ্য তাড়া করতে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন খেলেন ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস। ৪০ রান করে ম্যাচের নায়ক বনে যান সিকান্দার রাজা।