বিশ্বকাপে টাইগারদের প্রথম শত্রু নেদারল্যান্ডস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিল নামিবিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেই আফ্রিকান দলটি এবার সংযুক্ত আরব আমিরাতের শিকারে পরিণত হলো। মধ্যপ্রাচ্যের প্রতিপক্ষের কাছে তারা হেরে গেছে ৭ রানে। 

আমিরাতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ও নিয়েছে নামিবিয়া। এই সুযোগে শ্রীলঙ্কার কাছে হেরেও মূল পর্বে পৌঁছে গেছে নেদারল্যান্ডস। এই ডাচদের বিপক্ষেই ২৪ অক্টোবর সোমবার এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রানের পুঁজি গড়ে আমিরাত। দলের হয়ে ৫০ রানের দুরন্ত এক ইনিংস খেলেন মোহাম্মদ ওয়াসিম। ৪৩* রানে অপরাজিত থেকে যান চুনডাঙ্গাপোইল রিজওয়ান। ২৫* রানের হার না মানা ইনিংস এনে দেন বাসিল হামিদ।

লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৪১ রানে। ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডেভিড ভিসা। ২৫* রানে অজেয় থেকে যান রুবেন ট্রাম্পেলম্যান।