ওয়ানডে ও টেস্ট খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকায় আসছে ভারত জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল ভারত। সেই সফরে ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলে। ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ জিততে দারুণ ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

এবারের সফরে ওয়ানডে দিয়ে সিরিজটি শুরু হবে। ৪ ডিসেম্বর দু’দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৭ এবং ১০ ডিসেম্বর বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। এরপর ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরে দু’দল আবার ঢাকায় ফিরবে। ২২ থেকে ২৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

সিরিজের দুটি টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।