ডাচদের হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মহেশ ঠিকশানার উইকেট উদযাপন

মহেশ ঠিকশানার উইকেট উদযাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। তবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার-আপ হিসেবে লঙ্কানরা বৈশ্বিক আসরের মূল পর্বে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ শেষে নিশ্চিত হবে বিষয়টি।
প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। পরে টানা দুই ম্যাচ জিতে পৌঁছে গেল সুপার টুয়েলভে। সংযুক্ত আরব আমিরাতের পর এবার তারা হারাল নেদারল্যান্ডসকে।
প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬ রানে জিতেছে লঙ্কানরা। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি গড়েছিল ক্যাপ্টেন দাসুন শানাকার বাহিনী। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি ডাচরা।
শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে হন ম্যাচসেরা। রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের জার্সি গায়ে ৭১* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন ওপেনার ম্যাক্স ও'ডাউড।