বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। ব্রিসবেনে ভারী বৃষ্টিপাতের কারণে একটি বলও মাঠে গড়়ায়নি। 

বিশ্বকাপে খেলতে নামার আগে টাইগারদের প্রস্তুতির ঘাটতিটা রয়েই গেল। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ তো আগেই হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হার হজম করে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে। সেটাও পণ্ড হলো বেরসিক বৃষ্টির হানায়। 

২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়। বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে লড়বে সাকিব বিগ্রেড।