টস হেরে বোলিংয়ে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট লড়াই

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে টস হেরে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ।

ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগানরা। 

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না কোনো চ্যানেলেই।

বুধবার দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের আনুষ্ঠানিক বিশ্বকাপ যাত্রা।

বাংলাদেশ দল: নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ, নাভিন উল হক, হযরতউল্লাহ জাজাই, রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, উসমান গনি ও মোহাম্মদ সেলিম।