পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের, শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে নামিবিয়া

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে নামিবিয়া

চমক দিয়েই পর্দা উঠল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার মাটিতে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল শ্রীলঙ্কা। নামিবিয়ার কাছে ৫৫ রানে অসহায় আত্মসমর্পণ করল লঙ্কানরা।

গিলংয়ে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের পুঁজি গড়ে নামিবিয়া। জান ফ্রাইলিঙ্ক ২৮ বলে খেলেন ৪৪ রানের চমৎকার এক ইনিংস।

বিজ্ঞাপন

৩১ রানে অপরাজিত থেকে যান জেজে স্মিট। স্টিফান বার্ড ২৬ রান যোগ করেন। আর জান নিকোল লোফটি-ইটন ও গেরহার্ড এরা মাস সমান ২০ রান করে এনে দেন।

জবাবে শ্রীলঙ্কা পুরো ২০ ওভারও খেলতে পারেনি। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রানেই গুটিয়ে যায় বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নরা।