নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারতীয় মেয়েদের উৎসব

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারতীয় মেয়েদের উৎসব

লড়াইটা ছিল ফাইনালের। স্বাভাবিকভাবেই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচ হলো একপাশে। শ্রীলঙ্কাকে ফাইনালে পেয়ে ছেলে-খেলাই করল ভারত। হেসে-খেলেই জিতে নারী এশিয়া কাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো ক্যাপ্টেন হারমানপ্রিত কাউরের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতের বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রানে ধসে যায় শ্রীলঙ্কার মেয়েরা। ইনোকা রানাবীরা ১৮ এবং ওশাদি রানাসিংহে ১৩ এনে দেন। ব্যাটিং বিপর্যয়ের দিনে বাকিরা থেকে যান সিঙ্গেল ডিজিটে। 

বিজ্ঞাপন

ভারতের হয়ে তিনটি উইকেট নেন রেনুকা সিং। দুটি করে উইকেট পান স্নেহ রানা ও রাজেশ্বরী গায়কোয়াড়।

জবাবে মাত্র ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ৭১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। স্মৃতি মান্ধানা ২৫ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান ৫১* রানের দুর্বার এক হার না মানা ইনিংস। ১১* রানে অপরাজিত থেকে যান অধিনায়ক হারমানপ্রিত কাউর।

লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন কবিশা দিলহারি ও ইনোকা রানাবীরা।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন চ্যাম্পিয়নদের রেনুকা সিং। আর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা।