টাইগারদের পুঁজি ১৭৩ রান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান ও লিটন দাস

সাকিব আল হাসান ও লিটন দাস

শেষ ম্যাচেও ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান। তার সঙ্গে ঝলক দেখালেন লিটন দাসও। দুজনের দুরন্ত ফিফটিতে ১৭৩ রানের লড়াকু পুঁজি গড়েছে বাংলাদেশ।

সাকিব ৪২ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৬৮ রানের চমৎকার এক ইনিংস। লিটন এনে দেন ৪২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৯ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৫৫ বলে গড়েন ৮৮ রানের দুরন্ত পার্টনারশিপ।

বিজ্ঞাপন

ওপেনার নাজমুল হোসেন শান্ত ১২ ও আফিফ হোসেন ১১ রান যোগ করেন দলীয় স্কোরে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের স্কোর পেয়ে যায় টাইগাররা।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ। একটি উইকেট পান মোহাম্মদ নওয়াজ।