টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে তাসকিন-হাসান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন সাকিব আল হাসান। তাই শুরুতে বল হাতে মাঠে নামছে ক্যাপ্টেন বাবর আজমের দল।

বাংলাদেশের একাদশে দুটি বদল এসেছে। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন। তাদের দুজনের পরিবর্তে একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

পাকিস্তানের একাদশেও একটি পরিবর্তন এসেছে। দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ হাসনাইন। আর এ কারণে ছিটকে গেছেন শাহনওয়াজ দাহানী।

হ্যাটট্রিক হারে ত্রিদেশীয় সিরিজ থেকে টাইগারদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আজকের ম্যাচ লাল-সবুজের প্রতিনিধিদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেবল প্রস্তুতি ম্যাচই বটে। সিরিজের ফাইনাল নাম লিখেছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী পাকিস্তান। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বী, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।