বৃষ্টিতে শেষ বাংলাদেশের সেমি-ফাইনালের স্বপ্ন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেটাররা

নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিল বাংলাদেশ। শিরোপা ডিফেন্ড করা তো দূর অস্ত, সেমি-ফাইনালেই উঠতে পারলেন না নিগার সুলতানারা। সিলেটে হওয়া টুর্নামেন্টের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো স্বাগতিকদের। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই সেমি-ফাইনালে পৌঁছে যেত বাঘিনীরা। কিন্তু বৃষ্টি সেই সুযোগ দেয়নি। 

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসও হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার শেষে ম্যাচ হয় পরিত্যক্ত। এতেই বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

শেষ ম্যাচের আগে ৫ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে ছিল বাংলাদেশ। আর ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড ছিল চারে। বাংলাদেশ রান রেটে এগিয়ে ছিল। আজ জিতলেই শেষ চারের টিকিট পেত বাংলাদেশ। কিন্তু বৃষ্টি সেটা হতে দিলো কোথায়?

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও আমিরাত পায় একটি করে পয়েন্ট। ৬ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ পয়েন্ট।  সমান ম্যাচে আমিরাতের পুঁজি দাঁড়ায় ৩ পয়েন্ট। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো শেষ চারে পৌঁছে ইতিহাস গড়েছে থাইল্যান্ড।