কিউইদের কাছেও হারল টাইগাররা
পাকিস্তান ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ ব্যাট-বল হাতে ব্যর্থ হলো। বিপরীতে মাইকেল ব্রাসওয়েলের বোলিং দাপটের পর ব্যাট হাতে ঝলক দেখালেন ডেভন কনওয়ে। হাঁকালেন হার না দুর্দান্ত এক ফিফটি। সুবাদে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। জয়টা এসেছে ১৩ বল হাতে রেখেই।
এ নিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশের ছেলেরা। আর স্বাগতিক কিউইরা পেল প্রথম জয়। কেননা আগের ম্যাচে টাইগারদের মতো তারাও হেরেছিল পাকিস্তানের কাছে।
ডেভন কনওয়ে ৫১ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৭০* রানের অপরাজিত এক ইনিংস। ৩০ যোগ করেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। ২৩ রানে অপরাজিত থেকে যান গ্লেন ফিলিপস। ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১৪২ যষরান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
তার আগে টাইগারদের হয়ে ব্যাট হাতে ঠিক সেভাবে কেউ জ্বলে উঠতে পারেননি। দেখা পাননি কেউ বড় ইনিংস। ক্যাপ্টেন সাকিব আল হাসান ফিরলেও পরিবর্তন আসেনি পারফরম্যান্সে। ফলে দলও বঞ্চিত হয় বড় ইনিংস থেকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
টাইগারদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে ১২ বলে ২৫* রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান নুরুল হাসান সোহান।
লিটন দাস ১৫ রান নিয়ে ফিরলেও ব্যাটিং লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন। তরুণ এ অলরাউন্ডার যোগ করেন ২৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে মাত্র ১৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোধি ও মাইকেল ব্রাসওয়েল।