ভারতের দাপটে ধরাশায়ী দেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেটাররা

নারী এশিয়া কাপে জয়-পরাজয় যেন বাংলাদেশের মেয়েদের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলছে। একবার জয় পাচ্ছে তো পরের ম্যাচেই হারের মুখ দেখছে।

আগের ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের উড়িয়ে দেয়ার পর এবার বাংলাদেশের মেয়েরা এবার ৫৯ রানে ধসে গেছে ভারতের কাছে। 

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিধ্বস্ত করার পর পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছিল দেশের মেয়েরা। 

দুই ওপেনার স্মৃতি মান্ধানা (৪৭) ও শেফালি ভার্মা (৫৫) দুরন্ত ব্যাটিং করেন। তাদের সঙ্গে ৩৫ রান যোগ করেন জেমিমাহ রদ্রিগুয়েজ। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

জবাবে বাংলাদেশ ৭ উইকেট খুইয়ে কোনোমতে স্পর্শ করে ১০০ রানের স্কোর। ক্যাপ্টেন নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩৬ রান। ফারজানা হক ৩০ ও মুর্শিদা খাতুন ২১ রান এনে দেন।