টাইগারদের জয়ের লক্ষ্য ১৬৮

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই

জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ফিফটি হাঁকিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তারকা এ ওপেনারের ব্যাটের ওপর ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাবর আজমরা।

রিজওয়ান ৫০ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। শান মাসুদের ব্যাট থেকে আসে ৩১ রান। আর ২২ রান এনে দেন ক্যাপ্টেন বাবর।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

তার আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। টস জিতেই ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা।