কাবাডির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। আগামীকাল বিকেলে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ লড়বে কেনিয়ার বিপক্ষে।
গতবার টুর্নামেন্টের প্রথম আসরে এই কেনিয়ার বিপক্ষেই খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে আফ্রিকান দেশটিকে হতাশ করে বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।
দ্বিতীয় সেমি-ফাইনালে ইরাককে হারিয়ে স্বাগতিক বাংলাদেশ পৌঁছেছে ফাইনালে। ইরাককে ৩টি লোনাসহ ৫৫-৩৬ পয়েন্টে হারিয়েছে দেশের ছেলেরা। বাংলাদেশ প্রথমার্ধে দুই লোনাসহ ৩০-১৭ পয়েন্টে লিড নিয়েছিল। তার আগে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
অন্যদিকে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে নিজেদের নাম লিখেছে কেনিয়া। শ্রীলঙ্কাকে তিন লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে ধরাশায়ী করেছে তারা। প্রথমার্ধে কেনিয়া দুটি লোনাসহ ২৬-১২ পয়েন্টে এগিয়ে ছিল।