পারিশ্রমিক দিতে বিলম্ব হওয়ায় ক্ষমা চাইলো রাজশাহী

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্রাঞ্চাইজি দূর্বার রাজশাহী। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে যে আজকের মধ্যেই খেলোয়াড়দের ৫০ শতাংশ বকেয়া পরিশোধ করবে দলটি।

এর আগে গতকাল বুধবার চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে অনুশীলন বন্ধ রেখেছিলেন দলটির দেশীয় খেলোয়াড়রা। তার একদিন পরই আজ এমন সিদ্ধান্ত জানালো ফ্র্যাঞ্চইজিটি। যদিও বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের তাদের মোট বেতনের ২৫ শতাংশ ৬ জানুয়ারি দলের চতুর্থ ম্যাচের পর পরিশোধ করেছে তারা।

বিজ্ঞাপন

এই বিষয়ে পরিচালকদের সঙ্গে জুম মিটিংয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। রাজশাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দলের অধিনায়ক এনামুল হক বিজয় ও অন্যান্য কয়েকজন খেলোয়াড়সহ হোটেলেও যান তিনি।

মিটিংয়ের পরে খেলোয়াড়দের কাছে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করলেন দুর্বার রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ। বাতিল হওয়া অনুশীলনটি পেমেন্ট সমস্যার সঙ্গে সম্পর্কিত ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা টিম ম্যানেজমেন্ট থেকে সমস্ত ক্রিকেটারদের প্রতি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ১৬ জানুয়ারির মধ্যে তাদের পেমেন্ট সম্পূর্ণ করব এবং অনুশীলন না করা এর সাথে সম্পর্কিত নয়।’

বিজ্ঞাপন

এর আগে মিটিং নিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিং করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুর আলম। তিনি বলেন, ‘আশা করছি আমরা আগামীকাল (আজ) একটি সমাধানে পৌঁছাতে পারব। প্রেসিডেন্ট সরাসরি দল মালিক, অধিনায়ক এবং খেলোয়াড়দের সাথে কথা বলেছেন। আমরা সব পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া পেয়েছি। তারা আগামীকাল অনুশীলনে অংশগ্রহণ করবেন, যা আলোচনার সবচেয়ে ইতিবাচক দিক।’

অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য পেমেন্ট শিডিউল নির্ধারণ করেছে যেখানে বলা আছে, তারা টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের মোট ফি’র ৫০ শতাংশ, টুর্নামেন্ট চলাকালে ২৫ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষে প্রদান করবে।