বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু, মাঠের বাইরে দর্শকদের ভিড়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

মাঠের বাইরে দর্শকদের ভিড়, ছবি: বার্তা২৪

মাঠের বাইরে দর্শকদের ভিড়, ছবি: বার্তা২৪

বাংলাদেশে প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৫’র সিলেট পর্ব শেষ করে দুই দিনের বিরতির পর শুরু হয়েছে চট্টগ্রাম পর্ব।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের লাকী গ্রাউন্ড খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে এ পর্বটির প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে মাঠের গেট খুলে দেয়া হয়। দীর্ঘ লাইন ধরে ঢুকতে শুরু করে দর্শকরা। দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল তরুণ।

এদিন, সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কিংসের ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই মাঠে আসছেন এই দলের সাপোর্টররা।

বিজ্ঞাপন

বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামের ৮ নম্বর ফটকে চোখ আটকে যায় দর্শকদের দীর্ঘ লাইন। এদের মধ্যে বরিশাল ফরচুনের অনেক সমর্থক রয়েছে, পাশাপাশি ঢাকা ক্যাপিটালসেরও কম নয়।

চিটাগং কিংসের সমর্থক ফয়জুল কবির। এসেছেন নগরীন মুরাদপুর থেকে। নিজেদের দলের খেলা দেখতে স্টেডিয়ামের ভালো আসন দখলে নিতে আগেভাগে চলে এসেছেন তিনি। বার্তা২৪.কমকে তিনি বলেন, চট্টগ্রাম শুরু থেকে ভালো করছে। প্রিয় দলের খেলা নিজের চোখে দেখার জন্য কাজ শেষ করে আগেভাগে চলে আসলাম। যেন ভালো জায়গায় গিয়ে স্টেডিয়ামে বসতে পারি। আশা করছি নিজেদের মাঠে কিংসরা ভালো করবেন।

বেলা তিনটা গড়িয়ে ১০ মিনিট পার হচ্ছে। জহুর আহমেদ স্টেডিয়ামের প্রায় আসন পরিপূর্ণ। ১৯ ওভার ৩ বল খেলে ঢাকা ১৪০ রানের টার্গেট ছুড়ে দিল ফরচুন বরিশালকে। সেই টার্গেট ভাঙতে মাঠে নামবে ফরচুনরা।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সকে আতিথ্য দেবে টেবিলের দুইয়ে থাকা চিটাগং কিংস। টানা তিন জয়ে দারুণ ছন্দে রয়েছে চট্টলার দলটি। আসরে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশন শামীম-ইমনদের সামনে। বিপরীতে ৫ ম্যাচে ২ জয়ে টেবিলের চারে খুলনা টাইগার্স।