এশিয়ান আর্চারিতে দুটি পদক পেল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিয়া  সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়

দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পদক খরা কাটল অবশেষে। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বাংলাদেশ প্রথম পদক ছিনিয়ে নিয়েছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়া সিদ্দিকীর কল্যাণে। 

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ত্রয়ী এ আরচার দেশকে ব্রোঞ্জ উপহার দিয়েছেন। পরে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ একই পদক জিতেছে। 

বিজ্ঞাপন

আর্মি স্টেডিয়ামে আজ বুধবার, ১৭ নভেম্বর ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে ধরাশায়ী করেছেন দিয়া, নাসরিন ও বিউটি। তার আগে শেষ চারে অবশ্য দক্ষিণ কোরিয়ার কাছে হার মেনেছিল তারা।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কাজাখস্থানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রোমান সানা, রামকৃষ্ণ সাহা ও রুবেল জেতেন ৬-২ সেট পয়েন্টে।

বিজ্ঞাপন

আরও একটি পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন।