রেগে যাওয়া তামিমকে নিয়ে যা বললেন সাব্বির

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেনো থামছেই না। একের পর এক ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন দেশের এই তারকা ওপেনিং ব্যাটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে বারবার মাঠে মেজাজ হারাচ্ছেন তামিম। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও সাব্বির রহমানের ওপর মেজাজ হারান তিনি। আর এটা নিয়ে এবার মুখ খুলেছেন সাব্বির।

তামিম ইকবালের সঙ্গে মাঠে হওয়া ঘটনা নিয়ে সাব্বির অবশ্য কোন অভিযোগের পথে হাঁটেননি। বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। শ্রদ্ধেয় বড় ভাই এবং লিজেন্ডারি ক্রিকেটার।

বিজ্ঞাপন

সাব্বির আরও যোগ করেন ‘দেখুন, এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভালো যাবে ভবিষ্যতেও।’

চট্টগ্রাম পর্বের ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে তামিমের একটি শট বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আটকে দেন সাব্বির। তবে সেটি বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির। যাতে ব্যাটার আবারো রান নিতে চেষ্টা করলে ছুড়ে মারতে পারেন। এটাকে ক্রিকেটে ফেইক ফিল্ডিংও বলা হয়। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন তামিম।

বিজ্ঞাপন

রাগে উত্তেজিত তামিমকে বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি। এসময় সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বির ও তামিকেকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান মাঠে থাকা আম্পায়াররা।

এর আগে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে মাঠের মধ্যে তর্কে জড়িয়েছিলেন তামিম ইকবাল।