মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক নিয়ে ‘ঈর্ষা’ করতেন এমবাপে!
এবার একসময়ের সতীর্থ কিলিয়ান এমবাপেকে নিয়ে বোমা ফাটালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালীন তার সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে এমবাপে ‘ঈর্ষা’ করতেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।
প্রাক্তন ব্রাজিল স্ট্রাইকার রোমারিওর পডকাস্টে এসব কথা বলেন নেইমার। এসময় পিএসজিতে তিন তারকার থাকা অবস্থায়ও একে অপরের প্রতি অহংবোধকে তাদের ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন ৩২ বছর বয়সী নেইমার। তার দাবি, তিনি প্রথমে এমবাপে’র সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন যখন ফরাসী তারকা ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন। নেইমার বলেন, ‘আমার ব্যাপারে আমি তাকে সব সময় বলতাম, তার সঙ্গে মজা করতাম এটা বলে যে, সে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন হতে চলেছে। আমি সবসময় তাকে সাহায্য করেছি, তার সঙ্গে কথা বলতাম। সে আমার বাসায় আসতো, আমরা এক সঙ্গে ডিনার করতে যেতাম।’
কিন্তু এমবাপে’র আচরণ পরিবর্তিত হয়ে যায় যখন ২০২১ সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন। মেসির সঙ্গে আগেই নেইমারের সম্পর্ক ছিল, কারণ তারা ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এক সঙ্গে খেলেছিলেন এবং সফল সময় কাটিয়েছিলেন।
পরিবর্তন নিয়ে নেইমার বলেন, ‘আমরা একসাথে কিছু ভালো সময় কাটিয়েছিলাম, কিন্তু তারপর, যখন মেসি আমাদের সঙ্গে যুক্ত হলো, আমি মনে করি সে কিছুটা ঈর্ষান্বিত হয়ে গিয়েছিল। সে আমাকে আর কারো সঙ্গে শেয়ার করতে চাইছিল না এবং তারপরই ঝগড়া শুরু হলো, আচরণের পরিবর্তন হলো।’
এদিকে নিজের ভবিষ্যৎ ভবিষ্যত সম্পর্কে কোন ইঙ্গিত দিতে অস্বীকার করেছেন নেইমার। যদিও গুঞ্জন আছে যে তিনি হয়তো ব্রাজিল অথবা মেজর লিগ সকারে ফিরে যাওয়ার চিন্তা করছেন। সৌদি আরবে ইনজুরির সঙ্গে সংগ্রাম করা নেইমার গত ১৬ মাসে মাত্র হাতে গোণা কয়েক ম্যাচে খেলেছেন।