জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট লড়াই

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট লড়াই

আগের দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও দুর্বার পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশের মেয়েরা। শুরুতে নাহিদা আক্তার বল হাতে তোপ দাগালেন। শেষে ব্যাট হাতে দাপট দেখালেন মুর্শিদা খাতুন।

তাতেই আফ্রিকান মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে মুর্শিদা-ফারজানারা। ১৯০ বল হাতে রেখেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দেশের মেয়েরা। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামলে ২৭.২ ওভারে জিম্বাবুয়ের মেয়েদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার শার্ন মেয়ার্স। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই শিকার করেন ৫ উইকেট। বিনিময়ে ১০ ওভারে রান দেন মাত্র ২১। সঙ্গে দুটি করে উইকেট নেন রোমানা আহমেদ ও ফারিহা তৃষ্ণা।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ৭৪ রান তুলে ফেলে নিগার সুলতানার দল। ওপেনার মূর্শিদা খাতুন ৩৯ রানে অপরাজিত থেকে যান। সঙ্গে নিগার সুলতানা ১২ ও নুজহাত তাসনিয়া দলীয় স্কোরে যোগ করেন ১০ রান।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নেন নোমভেলো সিবান্দা, এসথার এমবোফানা ও লোরিন ফিরি।