এমন বাংলাদেশ বিস্মিত করেছে সাবেক অধিনায়ককে
আফগানিস্তানের বিপক্ষে জয়ের দুয়ার থেকে বাংলাদেশ ম্যাচ হেরে বসেছে। শেষ ৮ উইকেট খুইয়েছে ২৩ রানে। ম্যাচ হেরেছে ৯২ রানে। এমন হারে সবার কাঠগড়ায় উঠেছে দলের ব্যাটিং। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ব্যাটিংকে দোষ দিলেও সমস্যা দেখছেন আরও গভীরে।
বাংলাদেশ গতকাল টস হেরে বোলিং করতে নেমে আফগানদের চেপে ধরেছিল। ৭১ রানে তুলে নিয়েছিল ৫ উইকেট। এরপরও অবশ্য হাশমতউল্লাহ শহিদির ৫২ আর মোহাম্মদ নবির ৮২ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান তোলে ২৩৫ রান।
জবাবে বাংলাদেশ সৌম্য সরকারের ৩৩ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৪৭ রানের ইনিংসে ভর করে পৌঁছে গিয়েছিল মাঝপথে। ১২০ রানে দল পৌঁছে গিয়েছিল ২ উইকেট খুইয়ে। এরপরই মোহাম্মদ গাজানফারের ঘুর্ণিতে বিভ্রান্ত হয়ে ২৩ রানে শেষ ৮ উইকেট খুইয়ে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
এমন ব্যাটিং ব্যর্থতা গ্যালারিতে বসে দেখেছেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত বুলবুল। আফগান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে গিয়েছিলেন সেখানে। তিনি বলেন, ‘ছয় বছর পর আজকে শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম।’
দলকে দেখে যারপরনাই বিস্ময় জেগেছে বুলবুলের মনে। তিনি বলেন, ‘জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল—শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।’