ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়নি নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের। টস জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং বেছে ভুল করেননি অজি ক্যাপ্টেন। তাই শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে নিউজিল্যান্ড।
শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকতে শুরুতে ফিল্ডিংয়ে নামছে অস্ট্রেলিয়া। কেননা শিশিরের কারণে পরে বোলিং পেতে বেগ পেতে হয় বোলারদের। দুই সেমি-ফাইনালেই টস জিতে আগে বোলিং করা দলই জিতেছে। সেই অভিজ্ঞতা থেকেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজিরা।
অস্ট্রেলিয়া এর আগে ২০১০ সালে ফাইনালে উঠলেও তাদের স্বপ্ন গুঁড়িয়ে প্রথম বৈশ্বিক শিরোপা ছিনিয়ে নেয় চিরশত্রু ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে অজিরা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে এই প্রথমবার। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের এ বৈশ্বিক আসর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আজ।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
নিউজিল্যান্ডম দল: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।