পাকিস্তান সিরিজে দর্শক তামিম, চিকিৎসার জন্য যেতে চান লন্ডন
চোট কাটিয়ে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে তার খেলার ইচ্ছা ছিল শুধু টেস্ট সিরিজে। জাতীয় লিগেও ব্যাট হাতে নামার কথা ছিল। কিন্তু এখন কোনোটাই হচ্ছে না। আঙুলে নতুন করে চিড় ধরা পড়ায় ফের দর্শক বনে গেলেন দেশসেরা এ ওপেনার।
মিরপুরে কয়েকদিন ধরে ব্যাটিং অনুশীলন করে যাচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু ব্যথা ও ফোলা সারছিল না কিছুতেই। চোটের অবস্থা দেখার জন্য আজ রোববার এক্স-রে করান তিনি। সেই এক্স-রে রিপোর্টই জানিয়ে দিয়েছে খারাপ খবরটি। তামিমের আঙুলে নতুন করে চিড় ধরা পড়েছে।
চোট নিয়ে তামিম বলেন, ‘আগের ফ্র্যাকচারটা ছিল ভেতরের দিকে। ওটা প্রায় সেরে গেছে। কিন্তু আমার আঙুল ফোলা ছিল বাইরের দিকে। সেজন্যই কৌতূহলবশত এক্স-রে দেখা গেল, ওপরের দিকে ফ্র্যাকচার আছে। সম্ভবত একসঙ্গেই দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, আগের এক্স-রেতে ওপরের দিকেরটা ধরা পড়েনি। এখন আবার আঙুলে স্প্লিন্ট লাগানো হয়েছে। আঙুল নড়া-চড়া বন্ধ। আবার পুরো প্রক্রিয়া শুরু।’
চিকিৎসা করাতে লন্ডন যেতে চান তামিম। অস্ত্রোপচার করতে হয় কিনা সেটা নিয়েই দুশ্চিন্তায় সময় কাটছে টাইগারদের এ ওয়ানডে ক্যাপ্টেনের, ‘অপারেশন করাতে না হলে আশা করি নিউজিল্যান্ড সফরের আগে ঠিক হয়ে যাবে। আর অপারেশন করা হলে তো লম্বা সময়ের ব্যাপার, অপারেশনের পর বোঝা যাবে।
নতুন করে চোট ধরা পড়ায় যারপরনাই হতাশ তামিম, ‘আমি মাঠে ফিরতে চাই। আর ভালো লাগছে না। ফিরতে চাই বলেই গত কয়েকদিনে অনেক এফোর্ট দিলাম, অনেক চেষ্টা করলাম। কিন্তু হলো না। কী আর করতে পারি, দুর্ভাগ্যজনক। আমার যা করার ছিল, সবই করছিলাম। আর কিছু বলার নেই।’