হরভজন-গম্ভীরের তোপের মুখে ওয়ার্নার
মাঠের লড়াইয়ে ক্রিকেট স্পিরিট বিরোধী কাণ্ড ঘটিয়ে ভারতের সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন ডেভিড ওয়ার্নার। হরভজন সিং-গৌতম গম্ভীররা অস্ট্রেলিয়ান এই ওপেনারকে রীতিমতো সমালোচনার তোড়ে ধুয়ে দিয়েছেন। তা কি এমন কাণ্ড ঘটালেন ওয়ার্নার? এবার তাহলে জেনে নেয়া যাক মূল ব্যাপারটা।
পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে অষ্টম ওভারের প্রথম বল মোহাম্মদ হাফিজের হাত থেকে ফসকে যায়। বলটা দুবার বাউন্স খেয়ে ওয়ার্নারের সামনে দিয়ে যাচ্ছিল ক্রিজের বাইরে। সেটা দেখেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে সজোরে ওভার বাউন্ডারি হাঁকিয়ে বিতর্ক ছড়ান মারকুটে এ অজি ব্যাটসম্যান।
ওয়ার্নার বলটি ছেড়ে দিলে সেটা ডেড বলের খাতায় নাম তুলতে পারত। তা না করে অজি এ উদ্বোধনী ব্যাটসম্যান। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল পাঠান গ্যালারিতে। তার এই কাণ্ড দেখেই ক্ষোভ ঝেরেছেন হরভজন-গম্ভীর। দুজনেই আঙ্গুল তুলেছেন ওয়ার্নারের ক্রিকেট স্পিরিটের দিকে। গম্ভীর টুইট বার্তায় লেখেন, ‘ওয়ার্নারের ক্রিকেট চেতনার কী করুণ প্রদর্শনী! অশ্বিন কি বলো? ট্যাগ করলেও ভারতীয় তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন কোনো কথা বলেননি।
ভারতের বর্ষীয়ান স্পিনার হরভজন সিং তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘বিষয়টি নিয়মের মধ্যেই আছে। কিন্তু এমনটা হওয়া উচিত ছিল না। এতে অন্যদের কাছে ভালো বার্তা যায় না। আমরাও তো অতীতে এমন সুযোগ পেয়েছি। কিন্তু আমরা তো এমন কিছু করিনি!’