ঢাকায় পৌঁছেছে পাকিস্তানের ক্রিকেটাররা
সেমি-ফাইনালেই শেষ হয়ে গেছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তাই আর দেরি করেনি। আজ শনিবার, ১৩ নভেম্বর সকাল ৮টায় ঢাকায় পা রেখেছে ক্যাপ্টেন বাবর আজমের দল। শেষ চারে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মাঝে একদিন বিশ্রামে ছিল দেশটির ক্রিকেটাররা। ৩২ ঘণ্টার বিরতি শেষে এবার নতুন মিশনে যোগ দিলেন তারা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের বাংলাদেশ সফর। শেষে দুদল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই ক্রিকেট সিরিজকে সামনে রেখে আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকায় পা রাখে পাকিস্তান দল।
এই সিরিজে অবশ্য রুম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না বাবর আজমদের। পাকিস্তানের জন্য নিয়মটা শিথিল করা হয়েছে। কেননা বিশ্বকাপে তারা ছিলেন জৈব-সুরক্ষা বলয়ে। এবার ঢাকায় এসে তারা ঢুকেছেন নতুন জৈব-সুরক্ষা বলয়ে। আজ শনিবার পৌঁছে আগামীকাল রোববার থেকেই অনুশীলন করতে পারবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা।
তবে অনুশীলনে নামার আগে করোনা টেস্ট দিতে হবে মোহাম্মদ রিজওয়ান-শাহীন শাহ আফ্রিদিদের। আজই হবে পাকিস্তানের ক্রিকেটারদের করোনা টেস্ট। রিপোর্ট নেগেটিভ আসলেই কেবল অনুশীলনে নামতে পারবেন অতিথি ক্রিকেটাররা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।