টিভির পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট লড়াই
টানা চার ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন।
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায়।
আগের সব ম্যাচ হারলেও শেষ ম্যাচটি জয়ে রাঙাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। পেতে চায় সান্ত্বনার জয়।
টিভির পর্দা থেকে আজ যে ক্রীড়া প্রেমীদের চোখ সরানো দায়। কেননা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি সরাসরি উপভোগ করার সুযোগ রয়েছে ক্রিকেট অনুরাগীদের জন্য। আর ফুটবল অনুরাগীদের জন্য থাকছে ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ।
তাহলে আর দেরি কেন? চলুন দেখে নেওয়া যাক টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার টুয়েলভ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সরাসরি, বিকেল ৪টা
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
সরাসরি, রাত ৮টা
বিটিভি, জিটিভি ও টি-স্পোর্টস
ফুটবল
উয়েফা ইউরোপা লিগ
ওয়ারশ-নাপোলি
অলিম্পিক লিঁও-স্পার্তা প্রাহা
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট
বায়ার লেভারকুসেন-রিয়াল বেটিস
সরাসরি, রাত ২টা
সনি লাইভ, সনি টেন, সনি সিক্স
ইউরোপা কনফারেন্স লিগ
টটেনহ্যাম-ভিতেসে
সরাসরি, রাত ২টা
সনি লাইভ, সনি টেন