আর্টিস্টিক জিমন্যাস্টিকসে বাংলাদেশ তৃতীয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয়ীদের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজয়ীদের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। 

পুরুষ (জুনিয়র) ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১২.১০ স্কোর গড়ে বাংলাদেশকে একমাত্র রৌপ্যপদক উপহার দেন রাজিব চাকমা। পরে ভল্ট ইভেন্টে ব্রোঞ্জও ছিনিয়ে নেন তিনি। 

বিজ্ঞাপন

মেয়েদের ব্যক্তিগত ভল্টে বনফুলি চাকমা এবং পুরুষদের (জুনিয়র) অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত বিভাগে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

আসরে ১৯টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ নিয়ে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তান। আর ৩টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে ভারত। একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় তিন বিভাগে (পুরুষ সিনিয়র, পুরুষ জুনিয়র ও নারী বিভাগ) ২২টি ইভেন্টে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাথলেটরা।

স্বাগতিক বাংলাদেশসহ, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার জিমন্যাস্টরা অংশ নেন এ আসরে। 

রোববার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।