জর্ডানের জুতার দাম ১৩ কোটি টাকা!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাইকেল জর্ডানের সেই জুতা

মাইকেল জর্ডানের সেই জুতা

নিলামে রেকর্ড গড়েছে কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের এক জোড়া জুতা। প্রায় ১৩ কোটি টাকা দামে বিক্রি হয়েছে সেই জুতা জোড়া। এখন পর্যন্ত নিলামে এত উচ্চ দামে কোনো তারকা খেলোয়াড়ের জুতাই বিক্রি হয়নি।

১৯৮৪ সালে শিকাগো বুলসের হয়ে প্রথমবার কোর্টে নামেন এই বাস্কেটবল লিজেন্ড। ওই মৌসুমে নিজের পঞ্চম ম্যাচে নাইকির লাল-সাদা রঙের এক জোড়া এয়ার শিপস জুতা পরেছিলেন জর্ডান। সেটাই এবার বিক্রি হলো নিলামে।

বিজ্ঞাপন

বাস্কেটবলকে লিজেন্ড জর্ডান না বলে দেন ২০০৩ সালে। তার প্রথম মৌসুমের সেই জুতা জোড়া কিনে নিয়েছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী সংগ্রাহক নিক ফিওরেলা।