আজ শুরু ক্লাব কাপ হকি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্লাব কাপ হকি

ক্লাব কাপ হকি

আজ বৃহস্পতিবার, ৭ অক্টোবর শুরু হতে যাচ্ছে আট দলের সোস্যাল ইসলামী ব্যাংক ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। 

আসরের প্রথম দিনই লড়াইয়ে নামছে ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।

বিজ্ঞাপন

দুপুর ২টায় মোহামেডানকে মোকাবেলা করবে অ্যাজাক্স এসসি। আর বিকেল ৪টায় আবাহনীর মুখোমুখি হবে পুলিশ এসসি। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিযোগিতার আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, অ্যাজাক্স এসসি ও পুলিশ এসসি। 

বিজ্ঞাপন

আর ‘বি’ গ্রুপে লড়বে মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক এসসি, আজাদ এসসি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল খেলবে সেমি-ফাইনালে।

শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেতে ১৪ অক্টােবর সেমি-ফাইনাল খেলবে চার দল। ১৬ অক্টােবর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।