দল পাননি হকির জাতীয় দলের গোলরক্ষক অসীম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অসীম কুমার গোপ

অসীম কুমার গোপ

চলছে ঢাকা হকি লিগের দলবদল। খেলোয়াড়রা দলবদলের সুযোগ পেয়েছে দীর্ঘ চার বছর পর। তাই দেশের হকি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা-উত্তেজনার কমতি ছিল না। কিন্তু তার মধ্যে এলো মন খারাপ করা খবর।

জাতীয় দলের গোলরক্ষক অসীম কুমার গোপ পাননি কোনো দল। হকি ফেডারেশনের শর্তের বেড়াজালে আটকে গেছে তার ক্লাব ভাগ্য। 

বিজ্ঞাপন

নিয়ম বলছে সার্ভিসেস বাহিনীর পাঁচজনের বেশি খেলোয়াড় দলে টানতে পারবে না কোনো ক্লাব। সাধারণত নিয়মটা গোলরক্ষকদের বেলায় কার্যকর হয় না। কিন্তু এবার এই নিয়মের ফাঁদেই ফেঁসে গেছেন অসীম। 

দীর্ঘ তিন বছর বিরতি দিয়ে শুরু হচ্ছে হকি লিগ। কিন্তু লিগে খেলতে পারবেন না অসীম। তাই তো মন খারাপ করে বসে আসেন অসীম, ‘সবাই খেলবে আমি বসে দেখব। ভাবতেই খারাপ লাগছে।’ 

বিজ্ঞাপন

সার্ভিসেস বাহিনীর অন্য সকল গোলরক্ষক দল পেলেও কেবল বঞ্চিত হয়েছেন অসীম। মোহামেডানের ওপর যেন একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি। এজন্যই অসীম পাননি দল, ‘মোহামেডান আমাকে ভালো প্রস্তাব দিয়েছিল। আমি অর্থও পেয়েছি। গোলরক্ষক কোটা উঠানোর জন্য তারা চেষ্টাও করেছে। শেষ পর্যন্ত হয়নি।’