রোমান সানার বিদায়, রুবেলের চমক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোমান সানা

রোমান সানা

তাকে ঘিরেই ছিল স্বপ্ন। কিন্তু বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের পুরুষদের রিকার্ভ এককে হতাশ করেছেন সেই রোমান সানা। ইভেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন দেশসেরা এ আরচার। 

যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনে রোমান ০-৬ সেট পয়েন্টে ধরাশায়ী হন ইতালির ফেদেরিকো মুসোলেসি কাছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আরেক আরচার রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে ৬-২ সেট পয়েন্টে হারান পর্তুগালের লুইস গনকালভেসকে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর লুইস আলভারেজের কাছে ৪-৬ সেট পয়েন্টে হার মানেন রামকৃষ্ণ।

তবে চমক দেখিয়েছেন হাকিম আহমেদ রুবেল। প্রথম রাউন্ডে রুবেল ৬-৪ সেট পয়েন্টে জিতেন চেক প্রজাতন্ত্রের মাইকেল হাওলেকের বিপক্ষে। পরের রাউন্ডে ৭-৩ সেট পয়েন্টে হারান চিলির সোটো রিকার্ডোকে। কিন্তু তৃতীয় রাউন্ডে আর পারেননি রুবেল। নেদারল্যান্ডসের উইলার স্টিভের কাছে হেরে যান ৪-৬ সেট পয়ে ন্টে। 

বিজ্ঞাপন