২০০ মিটারেও থম্পসনের স্বর্ণ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এলেইন থম্পসন হেরাহ

এলেইন থম্পসন হেরাহ

২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতলেন এলেইন থম্পসন হেরাহ। জ্যামাইকার এ দৌড়বিদ প্রথম অ্যাথলেট হিসেবে ইভেন্টটিতে ধরে রাখলেন নিজের শ্রেষ্ঠত্ব।

টোকিও অলিম্পিকের ট্র্যাকে  ২১.৫৩ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছেন থম্পসন। ২১.৮১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পান নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল টমাস ২১.৮৭ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সবাইকে হতাশ করে ২১.৯৪ সেকেন্ড টাইমিং গড়ে চতুর্থ হন জ্যামাইকার তারকা স্প্রিন্টারকে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

এর আগে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ধরে রাখেন থম্পসন। 

বিজ্ঞাপন

অলিম্পিকের টানা ‍দুই আসরে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ ধরে রাখার মাইলফলক স্পর্শ করেছেন  থম্পসন।