নতুন মাইলফলকে অ্যাডামস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্যালেরি অ্যাডামস

ভ্যালেরি অ্যাডামস

টোকিও অলিম্পিকে নতুন ইতিহাস লিখেছেন ভ্যালেরি অ্যাডামস। মেয়েদের শট পুটে জিতলেন ব্রোঞ্জ পদক।

এ নিয়ে প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকের একক কোনো ফিল্ড ইভেন্টে চারটি ভিন্ন আসরে পদক জয়ের নতুন মাইলফলক গড়েছেন নিউজিল্যান্ডের এ অলিম্পিয়ান।

বিজ্ঞাপন

অলিম্পিকের ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন আসরে স্বর্ণ জিতেছিলেন অ্যাডামস। পরে ২০১৬ রিও অলিম্পিকে পান রৌপ্যপদক।

অলিম্পিকের শট পুটের পাঁচটি ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা গড়ার রেকর্ডের মালিকও এখন অ্যাডামস।

বিজ্ঞাপন

টোকিও আসরে ইভেন্টের স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন চীনের গং লিজিয়াও। আর যুক্তরাষ্ট্রের র‌্যাভেন সান্ডার্স জেতেন রৌপ্য পদক।