অলিম্পিকের দ্রুততম মানবী হেরাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এলেইন থম্পসন হেরাহ

এলেইন থম্পসন হেরাহ

১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতলেন এলেইন থম্পসন হেরাহ। আজ ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন তিনি। ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিংয়ে বনে গেলেন অলিম্পিকের দ্রুততম মানবী।

অথচ শেষ চারে এগিয়ে ছিলেন শেলি অ্যান ফ্রেজার-প্রাইস। বছরের সেরা টাইমিং ছিল ২০০৮ এথেন্স ও ২০১২ লন্ডন অলিম্পিকের স্বর্ণ জয়ীর। দ্বিতীয় হয়েছিলেন রিও অলিম্পিকের স্বর্ণ জয়ী এলেইন থম্পসন-হেরাহ। 

বিজ্ঞাপন

এই ইভেন্টের তিনটি পদকই ছিনিয়ে নিয়েছে জ্যামাইকা। রৌপ্যপদক পেয়েছেন ফ্রেজার-প্রাইস। ব্রোঞ্জপদক জিতেছেন শেরিকা জ্যাকসন।

২০০৮ সালে মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক জিতেছিল জ্যামাইকা। 

বিজ্ঞাপন